Header Ads

আইপিএল ২০২০ সময়ে বদলের সম্ভাবনা।

নজরবন্দি ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ২০২০ সালের সময়ের বদল ঘটতে পারে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত টুর্নামেন্ট চলবে। বিসিসিআই মনে করছে আগামি বছর আইপিএল ৪৫ দিনের বদলে ৬০ দিনের টুর্নামেন্ট এবং রাত্রি ৮ বদলে ৭ টা থেকে শুরু করলে আরোও বেশি দর্শক আকৃষ্ট হবে। তবে ফ্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স আপত্তি তুলেছে। তাদের যুক্তি মুম্বই এর দর্শকেরা অফিস ছুটির পর মাঠে আসে খেলা দেখতে।
সন্ধ্যে ৭ টার সময়ে খেলা শুরু হলে দর্শকদের অসুবিধা হবে। আবার অনেক আইপিএল ফ্যাঞ্চাইজি সন্ধ্যে ৭ পক্ষে যুক্তি রাখতে গিয়ে বলেছে, দেরিতে খেলা শেষ হলে দর্শকদের নাগরিক পরিবহন সমস্যায় পড়তে হয়। তাই খেলা সন্ধ্যে ৭ টায় শুরু হলে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের বাড়ি ফিরতে সুবিধা হবে। ১৮ ডিসেম্বর কলকাতায় আইপিএল নিলাম। জানা গিয়েছে, ওইদিন বোর্ড এই বিষয় নিয়ে আইপিএলের সমস্ত ফ্যাঞ্চাইজির সাথে আলোচনা করবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.