Header Ads

মন্ত্রাণালয়ের কুর্সি দখলে মহারাষ্ট্রে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।


নজরবন্দি ব্যুরো: মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি শিবসেনা জোট রাজ্যের ক্ষমতা দখলের মুখে। তবে এই জোট ঘিরেও রাজনৈতিক দরকষাকষি শুরু হয়ে গিয়েছে। ভোট গগণার ট্রেন্ড অনুসারে জোট সরকারে ক্ষমতার বিভাজন কার হাতে থাকবে তা নিয়ে বিজেপি শিবসেনার মধ্যে দড়ি টানাটানি চলছে। সূত্রের খবর, একটি ফর্মুলায় আড়াই বছর ধরে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কংগ্রেস এবং এনিসিপি আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আর একটি রাজনৈতিক সমীকরণ উকি দিচ্ছে। এই সমীকরণে শরদ যাদবের এনসিপির সঙ্গে শিবসেনার জোট হওয়ার সম্ভাবনাও দাঁনা পাঁকছে। জটিল এই রাজনৈতিক সমীকরণ বিষয়ে মহারাষ্ট্রের গেরুয়া শিবির অবগত। শিবসেনা যাতে হাতছাড়া না হয় তার জন্য বিজেপি শিবির জল মেপে কৌশলী পদক্ষেপে এগোচ্ছে। মুখে শিবসেনার জোট ঘিরে দর কষাকষি কথা না বললেও বিজেপি শিবির অস্বস্তির মধ্যে রয়েছে। ২০১৪ বিধানসভা ভোটে বিজেপি শিবসেনা আলাদাভাবে লড়েছিল। কিন্তু এবার ভোট গগণার টেন্ড বুঝিয়ে দিচ্ছে মন্ত্রাণালয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি পেতে গেলে অনেক পাঁপড় ভাঁজতে হবে রাজনৈতিক শিবিরগুলোকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.