Header Ads

কোটি টাকার পরতারনার অভিযোগে জামিন অযোগ্য গ্রেফতারি পরয়না রেমোর বিরুদ্ধে।

নজরবন্দি ব্যুরোঃ  ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ। জামিন অযোগ্য ধারায় মামলা হলো বলিউড কোরিওগ্রাফার রেমোর বিরুদ্ধে। সিনেমা মুক্তি পেলেই টাকা দ্বিগুণ! এক ব্যবসায়ীকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউড কোরিওগ্রাফার রেমো ডিসুজা।কিন্তু দ্বিগুণ তো দূরের, আসল টাকাও ফেরাননি রেমো।
২০১৬ সালে এই ঘোটনার সূত্রপাত। এর পরেই রেমোর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল গাজিয়াবাদের আদালত। "অমর মাস্ট ডাই" এই মুভিটি বানানোর সময়ে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এলাকার ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগী নামে এক ব্যবসায়ীর থেকে রেমো ৫ কোটি টাকা নেন, সিনেমা রিলিজ হলেই টাকা দ্বিগুণ ফেরত দেবে।কিন্তু আসল টাকাই ফেরত পাননি ব্যবসায়ী। ব্যবসায়ী এই অভিযোগ পুলিশের কাছে নিয়ে যায়, এই মামলার অপর ভিত্তি করে তদন্ত শুরু হয়।আদালতে মামলা চলে। বহু দিন এই মামলা আদালতে চলার পরে বুধবার গাজিয়াবাদ আদালতের বিচারক মহেন্দ্র রাওয়াত রেমোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মেরঠের পুলিশ সুপার অতীশ কুমার জানান, আদালতে হাজির থাকার কথা থাকলেও রেমো আসেননি। তাই আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.