Header Ads

থিয়েটার শিল্পী সুদীপ্ত চট্টপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, ইস্তফা দিলেন অধ্যাপক।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আবারও যৌন নির্যাতনের অভিযোগ উঠে এলো এক শিক্ষকের বিরুদ্ধে। থিয়েটার শিল্পী সুদীপ্ত চট্টপাধ্যায়ের বিরুদ্ধে যৌন নির্জাতনের অভিযোগ নিয়ে এলেন তারই এক ছাত্রী। সুদীপ্ত বাবু "দ্যা হেরিটেজ আ্যকাডেমি" তে শিক্ষকতা করেন। তিনি আ্যকাডেমির মিডিয়া সায়েন্সের পড়ুয়াদের সিনেমা ও থিয়েটার পড়াতেন। একদিন এক পড়ুয়া তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনে।তার অভিযোগ সে নানাভাবে সুদীপ্ত কাছে হেনস্তার শিকার হয়েছে। পড়ুয়ার কথা সুদীপ্ত বাবু তাকে একদিন তার বাড়িতে ডাকে তার অভিনয়ে যা ভুল আছে তা নিয়ে আলোচনা করার জন্য।
এবং অভিনয়ের ছলে তাকে হেনস্তা করেন। এই অভিযোগ আসার পড়েই অধ্যাপকের পদ থেকে ইস্তফা দেন তিনি। এই বিষয়টি নিয়ে কলেজে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তৈরি করা হয়েছিল। যদিও তিনি এই অভিযোগটি ভুল বেলেছেন। তিনি বলেছেন " আমি সম্পুর্ন ভাবে নির্দোষ "। তিনি জানান এটি "তথ্য বিকৃতি ও সত্য ঘটনার ভুল ব্যখ্যা মাত্র"। ওই পড়ুয়া নাটকে যে আভিনয়ে করছিল সেই ক্ষেত্রে এটি ছিল সম্পুর্ন সম্মতিপুর্ন ও শিক্ষামূলক। সেখানে যৌনতা ছিলনা। তারপরেই পড়ুয়া ফেসবুকে একটি লেখা পোস্ট করে। যেখানে সে বলে অধ্যাপক সুদীপ্ত চট্টপাধ্যায় তাকে বহুবার নানান ভাবে যৌন হেনস্তা করেন। এই সময়ে অভিযোগ করাটা দরকার ছিল।
 তিনি আরও বলেন " আমি এখনও পুলিশের কাছে এফআইআর করিনি।স শুধু কলেজে অভিযোগ জানিয়েছি, কলেজে এই অভিযোগের ভিত্তিতে যে কমিটি তৈরি করা হয়েছে তারা বিষয়টি দেখছেন। " তিনি আরও বলেন " খুব তারাতাড়ি মহিলা কমিশনার এর কাছে নিয়ে যাবে।" কলেজের পক্ষ্য থেকে জানান হয় যেহেতু বিষয়টি আইসিসি দেখছে তাই এখনো পুলিশের কাছে কোন অভিযোগ করেননি তারা। সুদীপ্ত বাবু বলেন " কলেজের আইচআর তাকে ডেকে পাঠালে তিনি বিষয়টি সম্মন্ধে জানতে পারেন। একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে দোষি বলা হয়েছে। সেই জায়গায় থেকে তার মান সন্মান বাচানোর জন্য ইস্তফা দেওয়া প্রয়োজন ছিল। তবে তিনিও এই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।"

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.