Header Ads

ভারতীয় বিমানকে পাক যুদ্ধবিমানের কড়া প্রহরা!

নজরবন্দি ব্যুরো: পাক আকাশসীমা লঙ্ঘনের দায়ে ভারতীয় যাত্রীবাহী বিমানকে ঘিরে ফেলেছিল পাক যুদ্ধবিমান। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ডিজিসিএ। ডিজিসিএ সম্প্রতি জানিয়েছে, স্পাইসজেটের বোয়িং ৭৩৭ বিমানটি ২৩ সেপ্টেম্বর উড়ান ধরেছিল। ভারত থেকে কাবুল যাচ্ছিল এই বিমানটি। বোয়িং ৭৩৭ বিমানটি উড়ান ধরার পর ভুলবশত পাক আকাশসীমায় ঢুকে পড়ে। তখনই পাক বিমানবাহিনী সক্রিয় হয়ে ওঠে। ভারতীয় এই বিমানটিকে আকাশ পথেই ঘিরে ফেলে।
ডিজিসিএ জানিয়েছে, ভারতীয় এই বিমানে ১২০ জন যাত্রী ছিলেন। পাক যুদ্ধবিমান স্পাইসজেটের বোয়িং ৭৩৭ বিমানটিকে ঘিরে নিয়ে কম উচ্চতায় চালানোর নির্দেশ দেয়। ডিজিসিএ পরিষ্কার করেছে তাদের বক্তব্যে, পাক আকাশসীমায় যতক্ষণ বিমানটি উড়ছিল সেই সময়ে পাক যুদ্ধবিমান কর্ডন করে রেখেছিল ভারতীয় যাত্রীবাহী বিমানটিকে। আফগান সীমান্তে প্রবেশের সঙ্গেই পাক যুদ্ধবিমান পিছু ছাড়ে ভারতীয় যাত্রীবাহী বিমানের। ভারতের বালাকোট 'এয়ার স্ট্রাইকের' পর থেকেই পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি নেই ভারতীয় বিমানের। ফলে স্পাইসজেটের যাত্রীবাহী এই বিমান পাক আকাশসীমায় ঢুকতেই পাক বিমানবাহিনীর সক্রিয়তা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.