ইউএস ওপেনে ইন্দ্র পতন। হারালেন কিংবদন্তী রজার ফেডেরার।
নজরবন্দি ব্যুরোঃ গত সাত বারে যা পারেননি এবার সেটা পারলেন গ্রিগর দিমিত্রভের। ইউএস ওপেনে তিনি হারালেন কিংবদন্তী রজার ফেডেরাকে। ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪ এবং ৬-২ সেটে ৩৮ বছরের ফেডেরার হার মানেন বুলগেরিয়ান তারকার কাছে। এই প্রথম বারের জন্য ইউ ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন দিমিত্রভ। এই মুহূর্তে তাঁর র্যাঙ্কিং ৭৮।
এর আগে দু'টি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জয়ের পর দিমিত্রভ বলেন “অনেকদিন পর এই কোর্টে খেলছি। নার্ভাস ছিলাম। শারীরিক ভাবে দারুণ ফিট ছিলাম। তাই চেষ্টা করছিলাম ম্যাচে থাকতে। দারুণ লাগছে”।
এর আগে দু'টি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জয়ের পর দিমিত্রভ বলেন “অনেকদিন পর এই কোর্টে খেলছি। নার্ভাস ছিলাম। শারীরিক ভাবে দারুণ ফিট ছিলাম। তাই চেষ্টা করছিলাম ম্যাচে থাকতে। দারুণ লাগছে”।
Loading...
কোন মন্তব্য নেই