Header Ads

আতঙ্কিত বউবাজার, আবার ভেঙে পড়ল বাড়ির অংশ।

নজরবন্দি ব্যুরোঃ শুধু মেট্রোর সুড়ঙ্গ খুঁড়তে টানেল বোরিং মেশিনের কম্পনেই নয়, বউবাজারের বাড়ি ভেঙে যাওয়ার নেপথ্যে আরও একটি কারণ খুঁজে বের করলেন ইঞ্জিনিয়াররা। সুড়ঙ্গ ভিতরে জল জমে যাওয়াই বিপত্তির মূল কারণ বলে মনে করছেন তাঁরা। তার জেরে মাটির উপর অতিরিক্ত জলের চাপ সামলাতে না পেরেই এই বিপত্তি। বুধবার সকালেও স্যাঁকরা পাড়ার একটি দোতালা বাড়ির অংশ ভেঙে পড়ে। ঘটনার পর দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া দিয়ে লোকজনের যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
বউবাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় একটি কোর গ্রুপ গঠন করা হবে। মুখ্যসচিবের নেতৃত্বে এই গ্রুপে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার, মেয়র,পরিবহণ সচিব, পরিবহণ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা-সহ গুরুত্বপূর্ণ দপ্তরের কর্তারা। এখনও পর্যন্ত ৫২টি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু পরিস্থিতি খারাপ হলে আরও স্থানান্তকরণের কাজ করতে হতে পারে বলে খবর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.