“বড় ক্রিকেটার ও বোর্ডের কর্তাদের সমর্থন পাচ্ছেন শামি”-হাসিন জাহান
নজরবন্দি ব্যুরোঃ মহম্মদ শামি আর হাসিন জাহানের সম্পর্ক এখন আইনি জটিলতাই ঘুরপাক খাচ্ছে। হাসিন একাধিক বাড় শমির বিরুদ্ধে তোপ দেগেছেন। বধু নির্যাতন থেকে ধর্ষণ পর্যন্ত অভিযোগ এলেছেন। অবশেষে কোলকাতা আলিপুর আদালত শামির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। এই মুহুতে শামি ক্যারিবিয়ান সফর শেষে দেশে ফিরছেন। হাসিন জাহানের অভিযোগের বিরুদ্ধে সামির পাশে সব সময় থেকেছে বোর্ড। এবার হাসিনের যুক্তি যদি আসারাম বাপু, রাম রহিম আইনকে লঙ্ঘন না করতে পারেন তাহলে তাঁদের সামনে শামি এমন কে ?
তিনি আরও অভিযোগ করেন কিছু বড় ক্রিকেটার ও বোর্ডের কর্তাদের সমর্থন পাচ্ছেন শামি। নাহলে তিনি নিজের ভুল সংশোধন করে নিতেন। ওপর দিকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাসিন বলেন শামির বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছি তা সবই সত্যি । দেড় বছর ধরে এটা নিয়ে লড়াই করছি। আমি আশাহত, আমি অর্থনৈতিকভাবে খুব সবল নই এবং আমি কারোর সাহা়য্যও পাচ্ছি না। আমি সবার কাছে গেছি কিন্তু কোথাও আমি আশার কিরণ দেখতে পাইনি । আমি আশাহত হয়ে পড়ছি ।
Loading...
কোন মন্তব্য নেই