এবার রানু মণ্ডলকে নিয়ে মুখ খুললেন লতা মঙ্গেশকর।
নজরবন্দি ব্যুরোঃ রানু মণ্ডলের গলাকে তুলনা করা হচ্ছিল লতা মঙ্গেশকরের সঙ্গে। এমনকি রানু নিজেও লতার গান করতে বেশি ভালবাসেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে ২ মাসের মধ্যে তিনি বলিউডে গান রেকর্ড করে ফেলেছেন। তাঁকে নিয়ে চর্চা হচ্ছে গোটা ভারত জুড়ে। এবার যার গান গেয়ে ভাইরাল হয়েছেন রানু এবার সেই লতা মঙ্গেশকর মুখ খুললেন রানুকে নিয়ে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লতা মঙ্গেশকর বলেন “যদি আমার নাম এবং কাজের সৌজন্যে কারও ভাল হয়, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব।
কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনও স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না। আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম”। তিনি আরও বলেন “অনেক বাচ্চা রয়েছে যারা আমার গান খুব সুন্দর গায়। কিন্তু কত জন তাঁদের মনে রাখে বলুন তো? প্রথম সাফল্য পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধু মাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সে ভাবে মনে রেখেছে কেউ”।
কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনও স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না। আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম”। তিনি আরও বলেন “অনেক বাচ্চা রয়েছে যারা আমার গান খুব সুন্দর গায়। কিন্তু কত জন তাঁদের মনে রাখে বলুন তো? প্রথম সাফল্য পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধু মাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সে ভাবে মনে রেখেছে কেউ”।
Loading...
কোন মন্তব্য নেই