Header Ads

৩৭০ ধারা লোপের পর জম্মু-কাশ্মীরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে।

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেবার পর থেকে সরকার চেষ্টা করছে সেখান বিনিয়োগের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কাশ্মীরে বিনিয়োগের জন্য শিল্পপতিদের কাছে আবেদন জানিয়েছেন। এবার সেখানে সেই রকমই সম্ভবনা তৈরি হয়েছে। এক প্রথম সারির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই মাসের ১ তারিখ পর্যন্ত কাশ্মীরে ৪৪ টি কোম্পানি বিনিয়োগ কারার প্রস্তাব দিয়েছেন তার মধ্যে সরকার বেছে নিয়েছেন ৩৩ টি কে।
 সব মিলিয়ে বিনিয়োগের পরিমান ১৫,০০০ কোটি টাকা। সুত্রের খবর এই বিনিয়োগ বেড়ে হতে পারে ১ লাখ কোটি টাকা। পর্যটন, বিদ্যুৎ, প্রজুক্তি,হোটেল, প্রতিরক্ষা,শিক্ষার ক্ষেত্রে এই বিনিয়োগের প্রস্তাব রয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত ৩৭০ ধারা লোপের পর উপত্যকার পরিবেশ এখনও থমথমে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর। স্কুল কলেজ খুলছে সেখানে। শ্রীনগর সহ বিভিন্ন এলাকায় ফোন, ইন্টারনেট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.