Header Ads

ডাক্তার নিগ্রহে আসছে নতুন আইন, হতেপারে ১০ বছরে জেল বা অনেক টাকা জরিমানা।

নজরবন্দি ব্যুরোঃ কর্মক্ষেত্রে চিকিত্সক নিগ্রহ এখন কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মাথাব্যথার কারণ। গত জুন মাসে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে গণপিটুনির শিকার হয়েছিলেন ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা, বাংলা-সহ সারা দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করে কর্মবিরতি পালন করেন ডাক্তাররা। অতি সম্প্রতি অসমের চা বাগানে ৭৩ বছর বয়সি এক চিকিত্সক দেবেন দত্তকে পিটিয়ে মেরে ফেলেছে শ্রমিকরা।
এই প্রবণতায় রাশ টানতে এবার সক্রিয় হল কেন্দ্র। এই মর্মে একটি বিল আনতে চলেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে চিকিত্সক নিগ্রহে দশ বছর পর্যন্ত জেলে, না হলে জরিমানা দিতে হবে ১০ লক্ষ টাকা। এমনই প্রস্তাব করা হয়েছে ঐ খসরা বিলটি তে। বিলটি কিভাবে আরও ভালো করা যায় এখন সেই পর্যায়ের কাজ চলছে। সব কিছু ঠিক হলে তবেই বিলটি কার্যকর হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.