Header Ads

অবসরের বয়স বাড়িয়ে ৬০ থেকে ৬২ করার দাবি শিক্ষকদের; চিঠি মুখ্যমন্ত্রীকে।

নজরবন্দি ব্যুরোঃ স্কুল শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ করা হোক। এই দাবি সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখা হয়েছে শিক্ষক দিবসের মঞ্চ থেকেই যেন এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে,সম্প্রতি কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষকদের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ করা হয়েছে। তাই স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও যাতে এই বর্দ্ধিত বয়সসীমা ঘোষণা করা হয় এমন দাবি উঠে এসেছে।
 এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক নন্দকুমার কর্মকার বলেন, বাম আমলে শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর থেকে কমিয়ে ৬০ করা হয়েছিল। বাম সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিল শিক্ষক মহল। তাই সমস্ত দিক খতিয়ে দেখেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই চিঠি দেওয়া হয়েছে। এরই সঙ্গে নন্দকুমার কর্মকার জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে স্কুল শিক্ষকদের স্বাস্থ্যসাথীর বদলে হেলথ স্কিমের আওতায় আনার দাবি রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.