Header Ads

রাত পোহালেই আবার শিক্ষক বিদ্রোহ, এবার টার্গেট খোদ মুখ্যমন্ত্রী!!

নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই আবার শিক্ষক বিদ্রোহের মুখে পড়তে চলেছে রাজ্য সরকার। কিছুদিন আগেই বিকাশ ভবনের অদূরে ধর্না, অনশন করেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। দাবি ছিল যোগ্যতা অনুযায়ী বেতন। রাজ্যসরকার প্রকাশ্যে সেই অনশন অবস্থান কে গুরুত্ব না দিলেও সামান্য হলেও হাতে নাতে ফল পেয়েছেন শিক্ষকরা।
বিলম্বিত হতে পারে পে কমিশন? বকেয়া ডিএ নিয়ে উভয়সংকটের মুখে রাজ্য! #Exclusive
 অন্যদিকে একাধিক দাবিতে আগামীকাল আবার প্রাথমিক শিক্ষকরা বিদ্রোহ ঘোষণা করেছেন। এবার লক্ষ এক্কেবারে মুখ্যমন্ত্রীর বাড়ি!

জানা গেছে গত ৪/৯/২০১৯ এ বিধানসভায় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্যের অন্যতম প্রাথমিক শিক্ষক সংগঠন West Bengal Primary Trained Teacher Association- এর সভাপতি পিন্টু পাড়ুই। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়।
১) আন্দোলনকারী বঞ্চিত PTTI দের নিয়ে সাত দিনের মধ্যে সদর্থক সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী
২) প্রাথমিক শিক্ষকদের সিনিয়ররিটি মেনটেন করেই পে -প্রোটেকশন, ফিটমেন্ট ফ্যাক্টর সহ সুবিধা দেওয়া হবে।
সংগঠনের পক্ষে পিন্টু পাড়ুই সেই দিনেই ঘোষণা করেছিলেন,
"মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ২০০৫-০৬ সেশন পর্যন্ত বঞ্চিত PTTI ছাত্রছাত্রীদের নিয়োগ ও প্রাইমারী শিক্ষকদের সিনিয়ারিটি সহ নতুন বেতন চালুর দাবিতে ১৫ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ি চলো, দিদিকে বলো কর্মসূচি নেবেন তাঁরা।
সেই মতই আগামীকাল সকাল ১০ টায় West Bengal Primary Trained Teacher Association এর সদস্যরা জমায়েত করবেন হাজরা মোড়ে সেখান থেকে বেলা ১১টায় তাঁরা পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে।
এখন দেখার আগামীকাল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘটতে চলা শিক্ষক বিদ্রোহ কে কিভাবে প্রতিহত করে রাজ্য সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.