Header Ads

তবরেজের মৃত্যু নিয়ে ধোঁয়াশা অব্যাহত!


নজরবন্দি ব্যুরো;ঝারখন্ডের যুবক তবরেজ আনসারির মৃত্যুর কারণ নিয়ে জট খুলছে না। ময়নাতদন্তে তবরেজের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল কার্ডিয়াক অয়ারেস্ট।খুনের অভিযোগ করেছিল তবরেজের পরিবার। কিন্তু কার্ডিয়াক অয়ারেস্ট তবরেজের মৃত্যুর কারণ প্রকাশ্যে আসতেই ঝারখন্ড পুলিশ তবরেজ খুনের দায়ে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহার করে নেয়। সম্প্রতি আর একটি ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে।২২ বছর বয়সী তবরেজ হত্যাকান্ডে নয়া এই রিপোর্টে বলা হয়েছে, টানা ১৮ ঘন্টা ধরে গণপিটুনির জেরে তবরেজ আনসারির মাথার খুলি ফেটে যায়। শরীর রক্তশূন্য হয়ে পড়ে। হৃদযন্ত্রে রক্ত জমে যাওয়ার কারণে কার্ডিয়াক অয়াটাকে তবরেজের মৃত্যু হয়েছে। জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজের পাঁচজন বিশেষঞ্জ চিকিৎসক তবরেজ আনসারির ময়নাতদন্তের রিপোর্টে স্বাক্ষর করেছেন।১৮ জুন ঘটনাটি ঘটে ঝারখণ্ডে। সূত্র মারফৎ জানা গিয়েছে , তবরেজকে আহত অবস্থায় পুলিশ হাসপাতালে আনলেও মাথার চোটের কোন চিকিৎসা হয়নি। শুধু হাত আর পায়ের চিকিৎসা করা হয়। ময়নাতদন্তের সময়ে তবরেজের মাথার খুলি ফেটে যাওয়ার বিষয়টি নজরে চলে আসে। ভারী কোন বস্তু দিয়ে তবরেরজের মাথায় আঘাত করা হয়েছিল এমনটাই লেখা আছে ময়নাতদন্তের রিপোর্টে
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.