Header Ads

রাজীব কুমারের বাড়িতে সিবি আই হানা।

নজরবন্দি ব্যুরোঃ রক্ষাকবচ উঠে যেতেই কলকাতা পুলিশের প্রাক্তণ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দিয়ে দিল সিবিআই এর টিম। শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ তুলে নেয়।আদালত রায়দানে জানিয়েছে, তদন্তের জন্য প্রাক্তণ নগরপালকে গ্রেফতার করা যেতে পারে। সিবি আই এর তিনজন আধিকারিক প্রবেশ করে লাউডন স্ট্রীটে রাজীব কুমারের বাড়িতে। কলকাতা পুলিশের প্রাক্তণ পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ,তিনি সারদা তদন্তের গুরুত্বপূর্ণ নথি লোপাট করেছেন। সারদা তদন্ত প্রথমে বিধাননগর পুলিশ কমিশনারেট করছিল।
 এরজন্য বিশেষ তদন্তকারি দল (সিট) গঠন করা হয়েছিল। এই সিটের লিডে ছিলেন তখনকার নগরপাল বিধাননগর পুলিশ কমিশনারেটের রাজীব কুমার। সিবিআই এর অভিযোগ সারদা তদন্তে গুরুত্ব পূর্ণ নথি এবং তথ্য লোপাট করেছেন রাজীব কুমার। এর আগে শিলং-এ গিয়ে রাজীব কুমার সিবিআই এর জেরার মুখে বসেছিলেন। সিবিআই এর বক্তব্য ছিল, রাজীব কুমার জেরার সময়ে তদন্তে সহযোগীতা করছেন না। এবার প্রাক্তণ নগরপাল রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ উঠে যাওয়ার কারণে সিবিআই এর গ্রেফতারির পথে কোন বাধা রইল না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.