Header Ads

পুজোয় এবার বাড়তি ছুটি, কর্মসংস্কৃতি ভোঁ কাট্টা!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের মানুষ সরকারি কর্মচারিদের মধ্যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে কখনো 'ডু ইট নাও' স্লোগান শুনেছে, আবার কখনো কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য বনধ বিরোধীতার রাজনীতিও দেখছে। কিন্তু দুর্গোপুজোর মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গোপুজোয় টানা ছুটি ঘোষণা করে দিয়ে সকলকে চমকে দিলেন। রাজ্য সরকারি অফিসে ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে টানা ছুটি। টানা ১৩ দিনের ছুটির পরেও জাতীয় ছুটি হিসেবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর কারণে সরকারি দফতরে ছুটি থাকবে। বিগত বছরগুলোতে দেখা গিয়েছে লক্ষীপুজোর পরের দিন সরকারি অফিস খুলে যায় মানুষের জন্য।

 কিন্তু এবার ১৩ অক্টোবর লক্ষীপুজোর সঙ্গেই অতিরিক্ত ১৪ ও ১৫ অক্টোবর পর্যন্ত ছুটিপর্ব চলবে। এরপরে আবার কালীপুজো এবং ভাইফোটার জন্য ছুটি পাবে রাজ্যের সরকারি কর্মচারিরা। রাজ্যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার বনধের রাজনীতিকে তিরস্কার করেছে। অথচ টানা ১৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করে কোন কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে তা নিয়ে চরম বিভ্রান্তি দেখা দিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.