Header Ads

শোভন বৈশাখীর বিজেপি সঙ্গ ত্যাগ ঘিরে জল্পনা।

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকেই অস্বস্তিতে শোভন বৈশাখী। গত শুক্রবার শোভন বৈশাখী বিজেপি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন অরবিন্দ মেনন ও দিলীপ ঘোষের কাছে। ফলে পদ্ম শিবির ছাড়ার জল্পনা বেড়ে গেছে। শোভন বৈশাখীর পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকেই বিজেপির অন্দরে কোণঠাসা হয়ে পড়েছেন কলকাতা পুরনিগমের প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে শোভন বৈশাখী নিজেদের বিরুদ্ধে কুৎসা ঘিরে অসন্তোষ চেপে রাখে নি।
 মান সম্মানে আঘাত হানা হচ্ছে এমন অভিযোগ এনেছেন। দিল্লীতে বিজেপিতে যোগদানের দিন রায়দিঘীর তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় দিল্লীতে বিজেপির দলীয় দফতরে হাজির হন। এই নিয়ে বেশ কিছুটা টানা হ্যাচড়া চলে। অবশেষে শোভন বৈশাখী পদ্ম শিবিরে নাম লিখিয়ে ফেলেন। কিন্তু বিতর্ক থামেনি শোভন বৈশাখী ঘিরে। নিজেদের গেরুয়া শিবির ত্যাগ করার জল্পনা উস্কে দিয়ে শোভন বৈশাখী আর এক নতুন বিতর্কের জন্ম দিয়ে দিলেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.