ন্যানো কারখানার জমিতে হতে চলেছে 'চা চক্রে দিলীপ দা'
নজরবন্দি ব্যুরোঃ 'দিদিকে বলো' কর্মসূচীর পাল্টা হিসেবে বেছে নিয়েছে রাজ্য বিজেপি 'চা চক্রে দিলীপ ঘোষ'। গেরুয়া শিবিরের এই কর্মসূচি ঘিরে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তপ্ত হয়ে উঠেছে। এবার সিঙ্গুরে টাটাদের ফেলে দেওয়া ন্যানো কারখানার জমিতে আগামি ১০ তারিখ আয়োজন হতে চলেছে চা চক্রে দিলীপ ঘোষ।
২০১৯ এর লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে এক লাফে ১৮। স্বভাবতই উচ্ছ্বসিত রাজ্যের গেরুয়া শিবির। 'উনিশে হাফ, একুশে সাফ' করার লক্ষ্য নিয়ে এবার রাজ্যে বদলের মাতৃভূমি ন্যানো কারখানার জমিতেই চা চক্রের আসর বসাতে মরিয়া রাজ্য বিজেপি।
Loading...
কোন মন্তব্য নেই