Header Ads

চন্দ্রাভিযান ৯০ থেকে ৯৫ শতাংশ সফল জানালো ইসরো।

নজরবন্দি ব্যুরো: এক নয়, ৭ বছর ধরে চাঁদের কক্ষপথে ঘুরে ছবি পাঠাবে চন্দ্রযান ২-এর অরবিটার। বিবৃতি দিয়ে জানাল ইসরো। একইসঙ্গে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়ে দিল এখনও পর্যন্ত চন্দ্রাভিযানের উদ্দেশ্য ৯০ থেকে ৯৫ শতাংশ সফল। ইসরোর চেয়ারম্যান জানান ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আগামী ১৪ দিনে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করব। শেষ ধাপ ঠিকঠাকভাবে সম্পন্ন হয়নি।
 ওই পর্বেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ কেটে যায়। পরে আর সংযোগ করা সম্ভব হয়নি। আজ ইসরো বিবৃতি দিয়ে জানায় অরবিটারের আয়ু ১ বছরের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেটা পরে বাড়িয়ে করা হয়েছে ৭ বছর। ল্যান্ডার বিক্রমের অবতরণে আধুনিক প্রযুক্তি ও সেন্সরের সাহায্য নেওয়া হয়েছে। অভিযানের প্রতিটি ধাপের পর্যালোচনা করেছে ইসরো।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.