Header Ads

সাময়িক স্বস্তি পেলেন ভারতীয় পেসার!


নজরবন্দি ব্যুরোঃ ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে আদালতে। এমনই হুকুম জারি করেছিল আদালত ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে। বধূ নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ফাঁপরে পড়েছিলেন শামি। অবশেষে সাময়িক স্বস্তি পেয়ে গেলেন ভারতীয় এই পেসার।
মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান বধূ নির্যাতন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিলেন মহম্মদ শামি এবং তার পরিবারের বিরুদ্ধে। হাসিন জাহানের আইনজীবি অনিবার্ণ গুহঠাকুরতার দাবি, 'বিচার প্রক্রিয়া চলাকালীন মহম্মদ শামি কোনো দিনই আদালতে হাজির ছিলেন না'। শামির আইনজীবি সেলিম রহমান জানিয়েছেন, '২ মাসের জন্য  মহম্মদ শামির ওপর গ্রেফতারি পরোয়ানা স্থগিত রেখেছে আদালত'। মামলার পরের শুনানি ২ নভেম্বর।     
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.