'মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম'।
অমিত সরকার;' সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম/ 'মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম'। লিভারপুলের বৃদ্ধাশ্রমের ম্যানেজার বলেন,’ টম এবং তার মাকে পেয়ে আমরা বেশ খুশি। এটা খুবই বিরল একই ওল্ডহোমে মা আর ছেলের একসাথে থাকা। আমরা তাদের সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি!’
মা আর ছেলের বন্ধনের মত সেরা বন্ধন পৃথিবীতে আর কিছুই নেই। এই গল্পটা ঠিক সেটারই প্রমাণ! অ্যাডা কেটিং, ৯৮ বছর বয়সী এক মা, নিজের ৮০ বছর বয়সী ছেলেকে দেখাশোনা করতে লিভারপুলে ছেলের বৃদ্ধাশ্রমে গেলেন এবং সবকিছুই যেন স্বাভাবিক হয়ে উঠলো!

No comments