লজ্জাঃ;বিশ্ব ক্রিকেটের টাইফুন ব্যাটসম্যান "চোর" বলে সম্বোধিত।
অমিত সরকার;উল্লেখ্য গত বছর মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে কেপটাউনে বল বিকৃতির কারণে অভিযুক্ত হয় তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ । তারপরে স্মিথের দোষ প্রমাণিত হওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বছরের জন্য স্মিথকে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। সঙ্গে চলে যায় স্মিথের অধিনায়কত্ব।
অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। আর এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন প্রেসার স্টিভ হার্মিসন সরাসরি স্মিথকে কটাক্ষ করে বলেন যে, 'এই মুহূর্তে হয়ত স্মিথ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে অস্ট্রেলিয়া দলের নায়ক হয়ে উঠেছেন, কিন্তু সারা বিশ্বের কাছে সে একজন ‘চোর’ বলে পরিচিত আছেন এবং থাকবেন'।
Loading...
কোন মন্তব্য নেই