Header Ads

রাঁচি শহরে বিদ্যুৎ পরিষেবা ঘিরে ধোনীর স্ত্রী সাক্ষীর টুইট।

নজরবন্দি ব্যুরোঃ ঝারখন্ডের রাজধানী রাঁচি শহরে বিদ্যুৎ পরিষেবা ঘিরে জনতার নালিশের শেষ নেই। এবার এই নিয়ে ট্যুইট করে বসলেন এম এস ধোনীর স্ত্রী সাক্ষী ধোনী। ট্যুইটে সাক্ষী লিখেছেন, 'রাঁচির বিদ্যুতের সমস্যা প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। প্রতিদিন ৪ থেকে ৭ ঘন্টাকরে বিদ্যুৎ থাকে না। ১৯ সেপটেম্বর ২০১৯ বিদ্যুৎ ছিল না ৫ ঘন্টা। অথচ বিদ্যুৎ না থাকার পিছনে কোন যুক্তিসঙ্গত কারণ দেখা যাচ্ছে না।
 আবহাওয়া যথেষ্ট ভাল ছিল, কোনও অনুষ্ঠান নেই। আশা করছি এই সম্পর্কিত আধিকারিকেরা এই বিষয়ে অবশ্যি আলোকপাত করবেন।' সাক্ষী ধোনীর এই ট্যুইট করার সঙ্গেই লাইকের ঝড় বয়ে চলে। অনেকে রিট্যুইট করে। আবার অনেকে এম এস ধণীকে নিয়ে মিমস করেছে। আর কয়েক মাস পরেই ঝারখন্ডে বিধানসভা ভোট। রাজ্যের ক্ষমতায় বিজেপি। মুখ্যমন্ত্রী রঘুবর দাস ট্যুইট করে আশ্বাস দিয়েছিলেন ২০১৮ থেকে সারাদিন রাত বিদ্যুৎসরবারহ করা হবে। কিন্তু এই আশ্বাস ভোটের মুখে দাঁড়িয়ে মুখ থুবড়ে পড়েছে তা সাক্ষী ধোনীর ট্যুইট থেকে স্পষ্ট।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.