Header Ads

পড়ুয়াদের বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইকের হুমকি দিলীপ ঘোষের

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনী পাক অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক করেছিল। সেই উদাহরণ টেনে এবার যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়াদের বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইকের হুমকি দিয়ে বসলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে হেনস্থা হতে হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। অভিযোগের তীর বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে। রাজ্য বিজেপি অফিসে দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ' ৬ ঘন্টা ধরে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা করা হয়েছে। রাজ্য জুড়ে অরাজকতা চলেছে। বাবুলের সঙ্গে অগ্নিমিত্রা পালকেও হেনস্থা করা হয়েছে।
ঘটনার সময়ে উপাচার্য, সহ উপাচার্য, পুলিশ চুপ করেছিল।' এরপরেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলে ওঠেন, 'ওখানে বাইরের ছেলেরা ঢূকছে। দেশবিরোধী কাজ হচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান চলছে। এগুলো কোনভাবেই বরদাস্ত করব না।পাকিস্তানে ঢূকে সার্জিকাল স্ট্রাইক করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছি, সেভাবে যাদবপুরে ঢুকে কমিউনিস্টদের গুঁড়িয়ে দেওয়া হবে। কাল ভাঙা হয়েছে। আবারও ভাঙা হবে।' বিতর্কিত মন্তব্য করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ শিক্ষাঙ্গনের পড়ুয়াদের মাঝে নৈরাজ্য, অরাজকতার বার্তা ছুঁড়ে দিলেন এমনই মত শিক্ষা মহলের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.