কর্পোরেট ট্যাক্স কমায় দেশে বিনিয়োগ আসবেঃ প্রধানমন্ত্রী মোদি।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশ করা হয়েছে কর্পোরেট ট্যাক্স। অর্থমন্ত্রীর এই ঘোষণাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কর্পোরেট কর কমানো ঐতিহাসিক সিদ্ধান্ত। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর যুক্তি হল, 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে সারা বিশ্ব থেকে বিনিয়োগ আসবে। দেশের বেসরকারি সংস্থাগুলো আন্তজার্তিক বাজারে আরও বেশি সুবিধা পাবে। চাকরীর নতুন যুযোগ পাওয়া যাবে। ১৩০ কোটি দেশবাসী লাভবান হবে।
প্রধানমন্ত্রী যুক্তিতে এও বলেছেন, এদেশে ৫ হাজার ডলারের অর্থনীতি গড়ে উঠবে। সমাজের সব স্তরের মানুষ এতে উপকৃত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কর্পোরেট ট্যাক্স কমানোর সিদ্ধান্ত ঘোষণার সঙ্গেই সেয়ার সূচক বেড়েছে। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সেনসেক্স বেরে যায় ২২৮৪.৫৫ পয়েন্ট। আর বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়ায় ৩৮৩৭৮.০২ পয়েন্ট। টি একটি রেকর্ড। কেননা গত এক দশকে সেনসেক্স একদিনে এত লাফ দিয়ে বেড়ে যায় নি।
প্রধানমন্ত্রী যুক্তিতে এও বলেছেন, এদেশে ৫ হাজার ডলারের অর্থনীতি গড়ে উঠবে। সমাজের সব স্তরের মানুষ এতে উপকৃত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কর্পোরেট ট্যাক্স কমানোর সিদ্ধান্ত ঘোষণার সঙ্গেই সেয়ার সূচক বেড়েছে। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সেনসেক্স বেরে যায় ২২৮৪.৫৫ পয়েন্ট। আর বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়ায় ৩৮৩৭৮.০২ পয়েন্ট। টি একটি রেকর্ড। কেননা গত এক দশকে সেনসেক্স একদিনে এত লাফ দিয়ে বেড়ে যায় নি।
কোন মন্তব্য নেই