Header Ads

ডেড লাইন আজ দুপুর ২টো। এর মধ্যে রাজীব কুমার দেখা না করলে কড়া ব্যবস্থা সিবিআই-এর।

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন নগরপাল রাজীব কুমার এখন কোথায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যে প্রশাসনে। এনিয়ে সিবিআইয়ের সঙ্গে রাজ্য সরকারের স্নায়ুর লড়াই তুঙ্গে। সূত্রের খবর ১ মাস ছুটি নিয়েছেন রাজীব কুমার। কিন্তু ছুটিতে থাকলেও তিনি কোথায় তা জানার কথা ডিজির। তা জানাতেই শনিবার ৪টি চিঠি নিয়ে নবান্নে হাজির হন সিবিআই কর্তারা। উল্লেখ্য সারদা মামলায় গত শুক্রবারই কলকাতা হাই কোর্টের নির্দেশে উঠে গিয়েছিল রাজীব কুমারের রক্ষাকবচ।
 বিচারপতি দেওয়া রায় অনুযায়ী যে কোনও মুহূর্তে রাজীব কুমারকে গ্রেপ্তারিতে সবুজ সংকেত দিয়েছিল সিবিআই। সেইমতো শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দিনভর অপেক্ষার পরও তিনি হাজিরা দেননি। সিবিআই সূত্রে খবর আজ দুপুর ২টোর মধ্যে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা না দিলে, বড়সড় আইনি পদক্ষেপ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছেন সিবিআই অফিসাররা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.