Header Ads

গুগলে আধার তথ্য ফাঁস !

নজরবন্দি ব্যুরো: ফের একবার আধার কার্ডের তথ্য ফাঁসের ঘটনা সামনে চলে এল। উদ্বেগে সাধারণ মানুষ,শিকেয় নিরাপত্তা। গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে শুধু টাইপ করতে হবে mera aadhaar meri pehchan filetype:pdf ব্যস ওমনি পিডিএফ ফাইলগুলো খুলে যাবে। তারপর যেকোন একটিতে ক্লিক করলেই খুলে যাবে যেকোন ব্যক্তির আধার সংক্রান্ত তথ্য। নাম, ঠিকানা, আধার নম্বর, জন্ম তারিখ এবং ছবি পেয়ে যাবে যে কেউ। এই বিষয়টি জাতীয় নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা দুই ক্ষেত্রে বিপদজ্জনক দিক। ট্যুইটারে আধার তথ্য ফাঁস ঘিরে নিন্দার ঝড় বইছে।
এর আগে আধার তথ্য ফাঁস হওয়ার পর সরকার নিরাপত্তার আশ্বাস দিয়েছিল। কিন্তু সরকারের আশ্বাস ধোপে টিকল না। আবার আধার তথ্য ফাঁসের ঘটনা সামনে চলে এল। যদিও এটুকু স্বস্তি আধার তথ্যের মধ্যে কোন ব্যক্তির বায়োমেট্রিক তথ্য পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় সরকার নিজের দায় এড়িয়ে চলতে পারেনা এমনই মত দেশের নাগরিকদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.