Header Ads

এবার এনআরসি হরিয়ানায়! ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ অসমের পর এ বার রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি- চালু হবে হরিয়ানায়। ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীর ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। এদিন পঞ্চচুলায় মহা জনসম্পর্ক অভিযানের শেষ দিনে জনসভায় বক্তব্য রাখার পর তিনি সাংবাদিকদের জানান তিনি আইন কমিশন গঠনের প্রসঙ্গে হরিয়ানার রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এস ভাল্লা অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল বলজিত সিংহ জওয়ালের সঙ্গে আলোচনা করেছেন।

খট্টর জানান, বুদ্ধিজীবীদের করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের অডিট করতে সোশ্যাল অডিট সিস্টেম চালু করা হবে। পরে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী খাট্টার বলেছেন, সরকার হরিয়ানার বাসিন্দাদের পরিবারভিত্তিক আইডি কার্ড বিতরণের প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করেছে। রাজ্যে এনআরসি লাগু করার সময়ে ওই ডেটাবেসই ব্যবহার করা হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.