Header Ads

ভুল স্বীকার পীযুশ গোয়েলের।


নজরবন্দি ব্যুরোঃ অবশেষে নিজের ভুল স্বীকার করে নিলেন কেন্দ্রিয় মন্ত্রী পীযুশ গোয়েল। 'আইনস্টাইনকে মাধ্যাকর্ষণ আবিস্কারের অঙ্ক কখনই সহায়তাকরেনি' এমনই মন্তব্য করেছিলেন পীযুশ গোয়েল। দেশজুড়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল।
নিন্দার ঝড় বইতে শুরু করেছিল পীযুশ গোয়েলের বিরুদ্ধে। এর আগেও তিনি এমন মন্তব্য করে ফেলেছিলেন। যদিও তিনি দুবারই ভুল মন্তব্য করেছেন তা স্বীকার করে নিয়েছেন  কেন্দ্রিয় মন্ত্রী পীযুশ গোয়েল। কিন্তু তার এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে হয়। এই মন্তব্যে তোলপাড় হয়ে ওঠে ট্যুইটার। ঘটনা ঘটার কয়েক দিনের মধ্যেই নিজের ভুল্বুঝতে পেরে যান তিনি। আর সময় নষ্ট করতে রাজি ছিলেন না।
নিউটনের বদলে আইনস্টাইনের নাম বলে ভুল্করেছেন বুঝতে পারেন পীযুশ গোয়েল। শেশে উপায় না পেয়ে নিজের ভুল স্বীকার করে নিলেন কেন্দ্রিয় মন্ত্রী পীযুশ গোয়েল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.