Header Ads

দেশের নৌবাহিনীর শক্তিবৃদ্ধি।


নজরবন্দি ব্যুরোঃ গতি ঘণ্টায় ২৪৪ কিলোমিটার। ওই গতিতেই মাত্র ২ সেকেন্ডের মধ্যে মাটি ছুয়ে স্থিরভাবে দাঁড়িয়ে পড়ল 'তেজস'। ভারতীয় নৌবাহিনীর হালকা যুদ্ধবিমান 'তেজস'। এই ধরনের ল্যান্ডিংকে বলা হয় 'অ্যারেস্টেড ল্যান্ডিং'।
শুক্রবার গোয়ার টেস্ট ফেসিলিটি সেন্টারে সফল্ভাবে ল্যান্ডিং করল তেজস। সফল এই ল্যান্ডিং এর ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বেড়েছে এমনটাই মনে করছে প্রতিরক্ষা বিশেষঞ্জরা। এই  অ্যারেস্টেড ল্যান্ডিং ছিল পরীক্ষামূলক। এখানেই শেষ নয়। পরবর্তী পদক্ষেপ হল তেজসকে আইএনএস বিক্রমাদিত্যের ডেকে ল্যান্ড করানো। এই ল্যান্ডিং যদি সফল হয় তাহলে তা দেশের নৌবাহিনীর শক্তিকে আরও বাড়িয়ে দেবে।
ভারত আগে রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেনের যুদ্ধজাহাজ ডেকে ল্যান্ড করতে সক্ষম ছিল। চীন কিছুদিন আগে এইকৌশল আয়ত্ত করেছে।     
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.