Header Ads

এবার পাকিস্তানেও বন্ধ ইন্টারনেট পরিষেবা।


নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বন্ধ করে দেওয়া হল ব্রডব্যান্ড এবং ইন্টারনেট পরিষেবা। মহরমের জন্য বিশেষ সতর্কতামুলুক ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে পাক প্রশাসন।
ইসালামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ারের বিভিন্ন জায়গায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পাক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহরমের জন্য সোমবার এবং মঙ্গলবার দুদিন জারি থাকবে এই নিষেধাজ্ঞা। যে রাস্তাগুলো দিয়ে মহরমের মিছিল যাবে সেখানে নিরাপত্তার কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ছটা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকে পাকিস্তান বিশ্ব মঞ্চে সামনে দাঁড়িয়ে ভারতের জম্মু কাস্মীর নিয়ে অবস্থানের সমালোচনা করে চলেছে। উপত্যকায় ইন্টারনেট ব্যবস্থা বন্ধের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। এবার পাক প্রশাসন নিজেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.