Header Ads

কাতার কে আটকে ইতিহাস গড়ল ভারত।

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারকে আটকে দিল ভারত। কঠিন ম্যাচে সুনীল ছেত্রী খেলেন নি। স্বভাবতই লড়াইয়ে ভারত কিছুটা হলেও পিছিয়ে ছিল বলে মনে করা হয়েছিল। যদিও রক্ষণ সামনে প্রতিআক্রমণে গতি বাড়িয়ে, পরিকল্পনামাফিক খেলে ম্যাচ ড্র করল ভারত। যার প্রধান কারন হয়ে দাঁড়ান গলরক্ষক গুরপ্রীত সিং। ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়।বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে শক্তিশালী কাতারে সাথে খেলে গল শূন্য ভাবে শেষ করারা পর ভারতের বিশ্বকাপ খেলার আশা উজ্জ্বল। কাতারের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে জাদের ফিফা ব়্যাঙ্কিং ৬২। যেখানে কোনও পয়েন্টের আশা না করে ১ পয়েন্ট নিয়ে এগিয়ে গেল ভারত।
রক্ষণাত্মক রণনীতি নিয়ে প্রথমার্ধে গোলের দরজা বন্ধ করে দিয়ে কাতারকে আটকে রাখা। আর দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে, সুযোগ বুঝে-অঙ্ক কষে প্রতি আক্রমণে যাওয়া। এর ফলে কাতারের যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায়। পাল্টা দূরপাল্লার শটে গোল করার চেষ্টা করে কাতার। কিন্তু দুরন্ত গুরপ্রীত কাতার আক্রমণের সামনে চিনের প্রাচীর হয়ে উঠলেন। মঙ্গলবার দোহায় ভারতের সাফল্যের কারিগর অবশ্যই কোচ ইগর স্টিমাচ আর গুরপ্রীত সিং সিন্ধু। পরিকল্পনামাফিক ফুটবল খেলে কাতারকে আটকে দিল ভারত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.