Header Ads

কাশ্মীর ভারতেরই অংশ স্বীকার করে নিলেন পাক বিদেশ মন্ত্রী মেহমুদ কুরেশি।

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেও শেষ রক্ষা করতে পারলেন না পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেদমুদ কুরেশি। এবার জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারতের দিকে তোপ দাগতে গিয়ে মুখ ফস্কে পাক বিদেশ মন্ত্রী মেহমুদ কুরেশি কার্যত স্বীকার করে নিলেন যে কাশ্মীর ভারতেরই অংশ।
 ইউএনএইচআরসিতে সাংবাদিক সম্লেলনে কথা বলার সময় কুরেশি জানান, ভারত সবসময়ই চেষ্টা করছে কাশ্মীরের একটা শান্তিপূর্ণ ছবি তুলে ধরতে। কিন্তু সেটা সত্যি কি? কাশ্মীরের জনজীবন এখন স্বাভাবিক হয়নি। ভারতের রাজ্য জম্মু-কাশ্মীরে কেন আন্তর্জাতিক সংবাদমাধ্য়মকে অনুমতি দেওয়া হচ্ছে না? তা নিয়ে প্রশ্ন তোলেন কুরেশি।এই বক্তব্য রাখতে গিয়েই কাশ্মীরকে ভারতের রাজ্য বলে স্বীকার করে নেন পাক বিদেশমন্ত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.