তেল শোধনাগারে ড্রোন হামলার ফল। তেলের দাম বাড়ল বেশ খানিকটা।
নজরবন্দি ব্যুরোঃ সৌদি আরবে তেল শোধনাগারে আরামকোতে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বেই তেলের দাম বেড়েছে বাদ পরেনি আমাদের দেশও এই দিন পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হলো ৭২ টাকা ৪২ এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে হলো ৬৫. ৮২ পয়সা । গত ৫ জুলাই প্রায় বাজেটে জ্বালানি তেলের দাম লিটার প্রতি প্রায় ২.৫০ টাকা করে বাড়িয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
তারপর থেকে একদিনে এতটা দাম বাড়তে দেখা যায়নি।ড্রোন হামলার পর আন্তর্জাতিক বাজারে প্রায় ২০ শতাংশ বাড়ে তেলের দাম। সৌদি আরামকো-র সিইও আমিন নাসের জানিয়েছেন তাঁদের আশা সেপ্টেম্বর মাসের শেষ থেকেই তাদের উত্পাদন স্বাভাবিক হয়ে যাবে। তখন হয়তো কমবে তেলের দাম।

No comments