মোদী-মমতা বৈঠক নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন অধীর-সুজন। কি বললেন তাঁরা?
নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানান যে রাজ্যের দাবিদাওয়া নিয়ে কথা হয়েছে এবং খুব ভাল আলোচনা হয়েছে। কোনও রাজনৈতিক বৈঠক এটা ছিল না একটা সরকারের সঙ্গে আর একটা সরকারের বৈঠক ছিল তাঁর এই বক্তব্য নিয়ে কটাক্ষের সুরে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কি বক্তব্য তাঁদের? অধীর বাবু বলেন “রাজ্যের দবিদাওয়া নিয়ে কথা বলতে হলে তো বাজেটের আগে দেখা করতে হত।
কিছু দিন আগে বাজেট হয়ে গেল। কিন্তু যখনই রাজীব কুমারের রক্ষাকবচ আদালত তুলে নিল যখনই সিবিআই রাজীব কুমারকে গ্রেফতারের তোড়জোড় শুরু করল, তখনই রাজ্যের নানা দাবির কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মনে পড়ল”? ওপর দিকে সুজন বাবু বলেন রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ সাজছিলেন। হঠাত্ বেড়াল হয়ে গেলেন কী করে! সরকারের সঙ্গে সরকারের বৈঠক যদি হয়, তা হলে তো ফাইলপত্র থাকবে, অফিসাররা থাকবেন। এ বৈঠকে তো কিছুই দেখা গেল না। শুধু মোদী আর মমতা, মাঝখানে ফুল! এ আবার কেমন সরকারি বৈঠক!
এনআরসি আতঙ্কে বাংলার মানুষ কাঁদছে। মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে একটা কথাও বললেন না? কেন বললেন না? প্রধানমন্ত্রী রুষ্ট হলে পিসি-ভাইপোর বিপদ হতে পারে বলে? শুধু পিসি-ভাইপোর স্বার্থে বৈঠক হল, বাংলার স্বার্থে নয়”।
কিছু দিন আগে বাজেট হয়ে গেল। কিন্তু যখনই রাজীব কুমারের রক্ষাকবচ আদালত তুলে নিল যখনই সিবিআই রাজীব কুমারকে গ্রেফতারের তোড়জোড় শুরু করল, তখনই রাজ্যের নানা দাবির কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মনে পড়ল”? ওপর দিকে সুজন বাবু বলেন রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ সাজছিলেন। হঠাত্ বেড়াল হয়ে গেলেন কী করে! সরকারের সঙ্গে সরকারের বৈঠক যদি হয়, তা হলে তো ফাইলপত্র থাকবে, অফিসাররা থাকবেন। এ বৈঠকে তো কিছুই দেখা গেল না। শুধু মোদী আর মমতা, মাঝখানে ফুল! এ আবার কেমন সরকারি বৈঠক!

No comments