কাশ্মীরে বনধের দিন গাড়ি নিয়ে বেরনোর ফল, গাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতিরা !
নজরবন্দি ব্যুরো: মাস দেড়েক আগে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে নিয়েছে ভারত সরকার। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এই ঘটনার পর আরোও সক্রিয় হয়ে উঠেছে। রাজ্যের বিশেষ মর্যাদা লোপের প্রতিবাদে বনধ ডেকেছে আল বদর জঙ্গি সংগঠন। উপত্যকা জুড়ে বনধের সমর্থনে পোস্টার পড়েছে। এই অবস্থায় সোপারের বাসিন্দা বশির আহমেদ নিজের মারুতি গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন। বেশ কিছুটা যাওয়ার পর চারজন রাইফেল হাতে বেরিয়ে এসে মারুতি গাড়িটিকে আটকায়। বশিরকে গাড়ি থেকে নেমে আসতে বলে।
এবং জানতে চায় বনধের দিনে কেন গাড়ি নিয়ে বেরিয়েছে। বশির গাড়ি থেকে নামতে না চাইলে জোর করে তাকে গাড়ি থেকে নামানো হয়। এরপর বশিরকে ছেড়ে দেওয়া হয়। বশির আহমেদ গাড়ি থেকে একটু দূর এগিয়ে যেতেই বন্দুকবাজরা গাড়িতে আগুন লাগিয়ে জঙ্গলের পথ বেপাত্তা হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সিআরপিএফ টিম এবং জম্মু কাশ্মীর পুলিশ এসে হাজির হয়। ততক্ষণে বশিরের গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। উপত্যকা জুড়ে আল বদর সংগঠন জম্মু কাশ্মীর পুলিশকেও হুমকি দিয়েছে। ৩৭০ ধারা লোপের পর ছয় জঙ্গি ধরা পড়েছে সোপোরে থেকে। এক ব্যবসায়ীর শিশুকে গুলি চালানো হয়েছে সোপোরে। এই অবস্থায় স্বাভাবিক ছন্দে কবে ফিরবে উপত্যকা প্রশ্ন উঠছে?
ছবিটি প্রতিকি
ছবিটি প্রতিকি

No comments