রাস্তা মেরামতির কাজে ট্রাফিক পুলিশ
নজরবন্দি ব্যুরো: ট্রাফিক আইন লংঘনে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। জরিমানা বাড়ানো হয়েছে বহুগুণ। জরিমানার পরিমাণ বাড়ানো হলেও বেহাল রাস্তার অবস্থা। জাতীয় সড়ক ভরে উঠেছে খানাখন্দে। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। যেকোন সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তাই বিপদের এই যাত্রাপথকে শুধরে দিতে নিজেই রাস্তা মেরামতের কাজে নেমে পড়েছেন পাঞ্জাবের ভাটিন্ডার এক ট্রাফিক পুলিশ, গুরবক্স সিং।
অন ডিউটি কাজের সময়ে রাস্তায় গর্ত দেখলেই মেরামতির কাজে নেমে পড়েন এই ট্রাফিক পুলিশ। গুরবক্সের এই কাজের সহযোগী তার দফতরের আর এক ট্রাফিক পুলিশ মহম্মদ সিং। প্রায় একমাস আগে ভাটিন্ডার লির্বাটি চকের রাস্তায় এক মোটরবাইকের চাকা গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। তবে মোটরবাইক চালক প্রাণে রক্ষা পেয়ে যান।
এইভাবে ভাটিন্ডার বিভিন্ন জায়গার রাস্তা মেরামতি করে ফেলেছেন গুরবক্স। শুধু তাই নয়, রাস্তায় পড়ে থাকা কাঁচের টুকরো পরিষ্কার করে থাকেন এই ট্রাফিক পুলিশ। বৃদ্ধ বৃদ্ধাদের রাস্তা পারাপারের সঙ্গে প্রতিবন্ধীদের দিকেও সহায়তার হাত বাড়িয়ে দেন ট্রাফিক পুলিশ গুরবক্স সিং।
ছবিটি প্রতিকি
অন ডিউটি কাজের সময়ে রাস্তায় গর্ত দেখলেই মেরামতির কাজে নেমে পড়েন এই ট্রাফিক পুলিশ। গুরবক্সের এই কাজের সহযোগী তার দফতরের আর এক ট্রাফিক পুলিশ মহম্মদ সিং। প্রায় একমাস আগে ভাটিন্ডার লির্বাটি চকের রাস্তায় এক মোটরবাইকের চাকা গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। তবে মোটরবাইক চালক প্রাণে রক্ষা পেয়ে যান।
ছবিটি প্রতিকি

No comments