বিচারকের সামনে গলায় ছুড়ি আসামীর
নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে ১০ বছরের সাজার রায় দিয়ে দেয় মধ্যপ্রদেশের এক আদালত। সাজা ঘোষণা হতেই বিচারকের সামনে গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। বছর ৩৩ এর ওঙ্কার মেহতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজার রায় শোনার পর অভিযুক্ত নিজের পকেট থেকে ছুড়ি বের করে গলায় তিনবার ছুড়ি চালায়।
অভিযোগ, ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয় ওঙ্কারের। এরপর ২০১৬ সালে ওই তরুণী ওঙ্কার মেহতার বিরুদ্ধে পুলিশে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই মামলার রায়দানের পর বিচারকের সামিনেই অভিযুক্ত ওঙ্কার মেহতা নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
অভিযোগ, ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয় ওঙ্কারের। এরপর ২০১৬ সালে ওই তরুণী ওঙ্কার মেহতার বিরুদ্ধে পুলিশে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই মামলার রায়দানের পর বিচারকের সামিনেই অভিযুক্ত ওঙ্কার মেহতা নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

No comments