Header Ads

দিলীপের সামনেই মুকুলের প্রশংসা কৈলাশ বিজয়বর্গীয়র।


নজরবন্দি ব্যুরোঃ রাজ্য বিধানসভার ভোট ২০২১ সালে। তার আগে বিধানসভা ভোটের রুট ম্যাপ ছকে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এরপরেই বিজেপি শিবিরের তরফ থেকে পশ্চিমবাংলার জন্য নিযুক্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সামনেই মুকুল রায়ের প্রশংসা গেয়ে উটলেন। কৈলাশের সাফ কথা, 'এর আগে বিজেপিকখন বাংলায় এমন সাফল্য পায়নি। এই সাফল্য পাওয়া গেছে মুকুলদার জন্য। মুকুলদার জন্য বিজেপির নেতা নেত্রীরা ভাল কাজ করছে। মুকুলদার জন্যই আমরা তৃণমূলের মতো শক্তির বিরুদ্ধে লড়ে সাফল্য পেয়েছি'।
রাজ্যে লোকসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে বিজেপির আসন ২ থেকে লাফিয়ে ১৮ হয়েছে। এই প্রসঙ্গে বাংলায় বিজেপি পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, 'এই পথ ধরেই আগামী দিনে আরও সাফল্যা সবে। সাফল্যের পথ চলা সবে শুরু হয়েছে। সাংগাঠনিকভাবে মুকুল রায় যেভাবে আমাদের শক্রি বৃদ্ধি ঘটিয়ে চলেছেন, তাতে করে নিশ্চিত সাফল্য আসবেই। লোকসভা ভোটের আগে কেউ চিন্তাই করে নি, আমাওরা এইরুপ সাফল্য পেতে পারি'।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.