Header Ads

খাদান শিল্পে হরতাল।


নজরবন্দি ব্যুরোঃ কয়লা শিল্পে ১০০ শতাংশ বিদেশী পুজি বিনিয়োগ(এফডিআই),কয়লা শিল্পের বেসরকারিকরণের প্রতিবাদ সহ খাদান শ্রমিকদের বোনাসের দাবিতে হরতালের রাস্তায় নামতে চলেছে অখিল ভারতীয় খাদান মজদুর সংঘ (বিএমএস)। ২৩ সেপটেম্বর থেকে ২৭ সেপটেম্বর পর্যন্ত চলবে এই হরতাল।
এই হরতাল প্রসঙ্গে বি এম এসের প্রেসিডেন্ট রণজিৎ চক্রবর্তী জানিয়েছেন,  'পীযুশ গোয়েল কয়লা মন্ত্রী থাকার সময়ে আমরা খাদান শিল্প এবং এর সঙ্গে যুক্ত শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। কয়লা মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন খাদান শিল্পে ১০০ শতাংশ এফ ডি আই, বেসরকারিকরণ করা হবে না। কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপি বিপুল সংখ্যাগোরিষ্ঠতার জোর দেখিয়ে খাদান শিল্পে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী পুজি বিনিয়োগ সঙ্গে বেসরকারিকরণের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। এরই বিরুদ্ধে আমাদের হরতাল'। এখানেই থেমে না থেকে রণজিৎ চক্রবর্তী জানিয়েছেন,' সিসিএল, বিসিএল বৃদ্ধ হয়ে গেছে এমন বার্তা ছুড়ে দিয়ে সরকার এগুলোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইছে। আমরা চাই কোল ইন্ডিয়া কোল ইন্ডিয়ার মতোই চলুক'।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.