অ্যালার্জিতে মৃত্যু যুবকের।
নজরবন্দি ব্যুরো: ১৮ বছরের তরতাজা রক্ত। চোখে রঙীন স্বপ্ন। সঙ্গে জন্মদিন। বাড়তি উচ্ছ্বাস আর সঙ্গে একরাশ আনন্দ। এই রকম রকটা স্পেশাল ডেতে রেষ্টুরেন্টে গিয়ে ফ্রায়েড চিকেন ব্রেস্ট অর্ডার করেছিল বার্থডে বয়। খাওয়ার অর্ডার দেওয়ার সময়ে ওয়েটারকে বলেছিল তার দুগ্ধজাত জিনিসে অয়্যালার্জি আছে। সেই মতো খাওয়ার দিয়ে যায় ওয়েটার। কিন্তু সেই খাবার খেতে গিয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই যুবক। ওই খাওয়ার জিহ্বার সঙ্গে স্পর্শের পরে পাকস্থলীতে জমা হতেই অস্বস্তি অনুভব করতে থাকে ওই বার্থডে বয়। শরীরে অস্বস্তি দেখা দিতেই রেষ্টুরেন্ট থেকে বেরিয়ে আসে যুবক এবং অঞ্জান হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে দেয়। ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট থেকে জানা যায় ওই চিকেন ব্রেস্টে বাটার মিল্ক মেশানো ছিল। ২০১৭ সাল থেকে এই মৃত্যু ঘটনাটি ঝুলে ছিল। তবে ওই মৃত যুবকের বাবা মা চুপ করে বসে থাকেনি। লড়ে গিয়েছেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। শেষে জানা যায় সাউথ ওয়াকার্স করোনারির রেস্তোরাতে অর্ডার দেওয়া খাওয়ারের মধ্যে দুগ্ধজাত দ্রব্য মেশানো হয়েছিল। আর সেই দুগ্ধজাত দ্রব্যের অয়্যালার্জি থেকে ওই যুবকের মৃত্যু ঘটেছে।

No comments