Header Ads

জলের বোতলেও কারচুপি।


নজরবন্দি ব্যুরো:পরিশুদ্ধ জল মনে করে পয়সা দিয়ে যে জল আমরা পান করে থাকি তা আদৌ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে। বোতলে সিল বন্দি জল কতটা পরিশ্রুত তা মালদা জেলার দিকে চোখ বোলালে বোঝা যাবে। ওল্ড মালদা অঞ্চলে কয়েকটি পরিশুদ্ধ জলের প্ল্যান্ট রয়েছে। গভীর নলকূপ মাটিতে বসিয়ে জল তোলা হচ্ছে। তারপর কলের মাধ্যমে ওই জল বোতলে ভরা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, পরিশুদ্ধ জলের প্ল্যান্টে অস্বাস্থ্যকর পরিবেশে জল বোতলে প্যাকেজ জাত করা হচ্ছে। নারায়ণপুর, বলাতলি অঞ্চলে এইভাবে জল বোতলজাত করে তা বাজারে বিক্রি চলছে ১৫ থেকে ২০ টাকা করে। এমনকি ২০ লিটারের জারেও এই অসাধু কারবার চলছে। এদিকে স্থানীয় বিডিও বলেন, এই বিষয়ে খোঁজ নেওয়া হবে। এটা জন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়,গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.