কারা থাকতে পারেন এবার বিগ বসের ঘরে?
নজরবন্দি ব্যুরোঃ খুব শীঘ্রই আসতে চলেছে বিগ বস সিজন ১৩। ইতিমধ্যেই সলমন খান-কে রাঁধুনির ভূমিকায় দেখা গিয়েছে বিগ বসের প্রমোতে। এবার দর্শকদের মনে প্রশ্ন, কারা থাকবেন এবার বিগ বসের ঘরে? যদিও এখনও সেলিব্রিটি তালিকা প্রকাশ করা হয়নি তবে বেশ কিছু জনের নাম নিয়ে চলছে জোড় জল্পনা যেমন জরিন খান, করণ প্যাটেল, আদিত্য নারায়ন ও রাজপাল যাদব।
এছারাও থাকতে পারেন মেঘনা মল্লিক, পবিত্র পুনিয়া, মাহিকা শর্ম, দেবলিনা ভট্টাচার্য, রেশমি দেশাই, দয়ানন্দ শেঠি, সিদ্ধার্থ শুক্লার মতো মানুষ জন।
এছারাও থাকতে পারেন মেঘনা মল্লিক, পবিত্র পুনিয়া, মাহিকা শর্ম, দেবলিনা ভট্টাচার্য, রেশমি দেশাই, দয়ানন্দ শেঠি, সিদ্ধার্থ শুক্লার মতো মানুষ জন।

No comments