এবার কি পুজোতে বৃষ্টি হবে? কেমন কাটবে পুজোর দিন গুলি? জেনে নিনি।
নজরবন্দি ব্যুরোঃ সাধারণত রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় ৮ অক্টোবর। কিন্তু কয়েকবছর ধরে দেখা যাচ্ছে বর্ষা বিদায় নেওয়ার সময়টা হয়ে যাচ্ছে অক্টোবরের মাঝামাঝি। ফলে পুজোয় বর্ষা থেকে রেহাই পাওয়ার সুযোগটা কম বলেই মনে করছেন আবহবিদরা। তাঁদের কথায়, বর্ষা বিদায়ের একদম গায়ে গায়েই এবছর পুজোর নির্ঘণ্ট। দুর্গাপুজো শুরু হচ্ছে ৪ অক্টোবর। ওই দিন পঞ্চমী। দশমী ৮ অক্টোবর। এই সময়ে ঝেঁপে বৃষ্টি যে হবে না, তা বুক ঠুকে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। কারণ আনুষ্ঠানিকভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় ১০ অক্টোবর।
অর্থাত্, পুজো এবার খাতায় কলমে বর্ষার মধ্যেই। ইতিহাস বলছে গত পাঁচ বছরের মধ্যে তিন বছরই পুজোর সময় ঘূর্ণিঝড়ের হানা।পরিসংখ্যান বলছে ৪-৮ অক্টোবর প্রায় প্রতিবছরই কম-বেশি বৃষ্টি হয়েছে শহরে। তবে এবার বৃষ্টির দাপট কী রকম থাকবে সেটা নির্ভর করবে ওই সময়ে বঙ্গোপসাগরের পরিস্থিতির ওপরে। অক্টোবর থেকে ডিসেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ-ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সময়।
অক্টোবরে প্রথম সপ্তাহে কোনো নিম্নচাপ তৈরি হবে কি না, তার পূর্বাভাস এত তাড়াতাড়ি কোনো ভাবেই দেওয়া সম্ভব নয়। তা বলে পুজোয় বৃষ্টি ভাসিয়ে দেবে তেমন আশঙ্কা এখনই করার কোনো দরকার নেই। পুজোয় আবহাওয়া কেমন থাকবে মহালয়া থেকে তার আন্দাজ পাওয়া যাবে। তবে মহালয়ার আগের সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে জোরদার বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এমনকি ভালো বৃষ্টি হতে পারে মহালয়ার দিনেও।

No comments