বঞ্চনার অবসান চাই, হুঁশিয়ারি শিক্ষক সংগঠনের।
নজরবন্দি ব্যুরোঃ নিজেদের প্রাপ্য দাবি পূরণের লক্ষ্য নিয়ে ফের একবার অন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে দিল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের দাবি মেনে নিয়েছেন। কিন্তু এই সংক্রান্ত সরকারি বিঞ্জপ্তি এখনও জারি হয়নি। কিন্তু ২৯ জুলাই ঘোষণার পরেও এসএসকে,এমএসকে, এএস মাদ্রাসা এবং পুরসভার শিক্ষক শিক্ষিকাদের বর্দ্ধিত বেতন বৃদ্ধি সংক্রান্ত বিঞ্জপ্তি জারি করেনি রাজ্য সরকার।
ইতিমধ্যে শিক্ষামন্ত্রী এবং তার প্রধান সচিব তরফ থেকে আশ্বাস দেওয় হয়েছিল ২৮ সেপটেম্বরের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের দাবিগুলো কার্যকরী হয়ে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, ' ২৪ সেপটেম্বরের মধ্যে বোনাস সহ বর্ধিত বেতন না পেলে ২৫ সেপটেম্বর রাজ্যের ২৩ জেলার জেলাশাসক অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেওয়া হবে'। ওইদিন মিছিল করে শিক্ষক শিক্ষিকারা ডেপুটেশন জমা দিতে আসবে। জানা গিয়েছে, ২৩ সেপটেম্বর ফের শিক্ষকেরা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তার প্রধান সচিবের সঙ্গে বৈঠকে বসবে। ওই বৈঠকে শিক্ষামন্ত্রীকে কর্মসূচীর বিষয়ে জানানো হবে। মইদুল ইসলাম জানিয়েছেন, 'এর মধ্যে সরকার বোনাস সহ বর্ধিত বেতনের বিঞ্জপ্তি জারি করে দিলে কর্মসূচী স্থগিত করে দেওয়া হবে।

No comments