কাশ্মীর ইস্যুতে অস্ত্র হাতে হুমকি দিলেন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ শাহিদ আফ্রিদি, সরফরাজ আহমেদের আগেই কাশ্মীর ইস্যুতে বিতর্কিত কথা বলেছিল। এবার বললেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। হাতে তলোয়ার নিয়ে কেটে ফেলার হুমকি দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও রীতিমতো ঝড় তুলে দিয়েছে।
এর আগেও একাধিকবার মিঁয়াদাদ কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন। ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে কাশ্মীরীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।দেখুন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/navneet_mundhra/status/1168048060674371584
এর আগেও একাধিকবার মিঁয়াদাদ কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন। ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে কাশ্মীরীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।দেখুন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/navneet_mundhra/status/1168048060674371584
Loading...
কোন মন্তব্য নেই