শীর্ষ নেতৃত্বের অনুরোধে শোভন কে বোঝাতে দিল্লীতে বৈঠক মুকুলের।
নজরবন্দি ব্যুরোঃ যোগদানের দু সপ্তাহের মধ্যেই বিজেপিতে মোহভঙ্গ হয়েছে শোভন ও বৈশাখীর। তার অন্যতম কারণ দেবশ্রী রায়। দুজনের শত আপত্তি সত্ত্বেও রায়দিঘির তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদান প্রায় পাকা।আর এতেই চটেছেন শোভন-বৈশাখী। তাঁদের মানভঞ্জনে নেমেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এমন কি কার্যকরী সভাপতি জেপি নাড্ডাও কিন্তু যখন এতেও কাজ হল না তখন বাধ্য হয়ে আসরে নামেন মুকুল রয়।
উড়ে যান দিল্লীতে। গভীর ভাবে চলে আলোচনা। এরপর মুকুল বাবু সাংবাদিক বৈঠকে জানান শোভন ও বৈশাখী দলেই আছেন। দল ছাড়ার কোনও প্রশ্নই নেই। দুজনের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক তাই একটু ঘরোয়া আড্ডা। কিন্তু সুত্রের খবর দলের শীর্ষ নেতৃত্বের অনুরোধেই সোমবার রাতে দুজনের সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। তবে শোভন ও বৈশাখী আদৌ সাড়া দিয়ে মন পালটান কিনা সেটাই দেখার।
Loading...
কোন মন্তব্য নেই