কালো ছায়া মহম্মদ সামির জীবনে, জারি হল গ্রেপ্তারি পরোয়ানা।
নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পথে ভারত। গত কালই টেস্টে তাঁর ১৫০ তম উইকেট পেয়েছেন ভারতীও পেসার মহম্মদ সামি। এই খুশির মুহূর্তের মধ্যেই ব্যক্তিগত জীবনের কালো ছায়া নেমে এলো তাঁর জীবনে। সামির বিরুদ্ধে জারী হল গ্রেপ্তারি পরোয়ানা। আজ আলিপুর আদালত জানালো আগামী ১৫ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলে গ্রেফতার করা হবে তাঁকে। সঙ্গে সামির দাদা হাসিব আহমেদের বিরুদ্ধেও একই আদেশে আদালতের।
২০১৮ সালে মহম্মদ সামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনেন স্ত্রী হাসিন জাহান। সামির এরপর করেন মামলা। একাধিকবার সামির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। নির্যাতন, ধর্ষণের চেষ্টা সহ অনেক অভিযোগ করেন হাসিন জাহান। কিন্তু সব অভিযোগ অস্বীকার করেন শামি। আগামী মঙ্গলবারই শেষ হচ্ছে ভারতের ক্যারিবিয়ান সফর। এর পর দেশে ফিরবেন শামি। তারপর কি হয় সেটাই দেখার।
Loading...
কোন মন্তব্য নেই