দেশ রক্ষার কাজে যোগ দিলেন অভিনন্দন বর্তমান। ফিরলেন ককপিটে।
নজরবন্দি ব্যুরোঃ ঘটনাটি সকল ভারতবাসীর ভুলে যাবার কথা নয়। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা। পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলায় সেদিন শহিদ হয়েছিলেন ৪৪ জন তরতাজা সিআরপিএফ জওয়ান। ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। এই ঘটনার উচিৎ জবাব দিতে যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। এর পর আকাশ পথে হামলা চালায় পাকিস্তান। তাঁকে জবাব দিতে এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
তারপর তিনি ধরা পড়েছিলেন পাকিস্তান সেনার হাতে। কিন্তু চাপে পর অভিনন্দঙ্কে ফেরত দিতে বাধ্য হন ইমরান সরকার। বন্দি অবস্থায় নানা ভাবে অত্যাচার চালানো হয়েছিলো অভিনন্দনের উপর কিন্তু কোন কথা মুখ দিয়ে বের করাতে পারেনি পাক সেনা। অবশেষে তিনি দেশে ফেরেন। তারপর তাঁর শারীরিক নানান পরিক্ষা নিরীক্ষা করারা পর বিভিন্ন ট্রেনিং করার পর আজ সোমবার ককপিটে ফিরলেন অভিনন্দন।ওড়ালেন বিমান সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। এক কথায় দেশ রক্ষার কাজে আবার যোগ দিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
https://twitter.com/Deepak92721224/status/1168457795106045953
তারপর তিনি ধরা পড়েছিলেন পাকিস্তান সেনার হাতে। কিন্তু চাপে পর অভিনন্দঙ্কে ফেরত দিতে বাধ্য হন ইমরান সরকার। বন্দি অবস্থায় নানা ভাবে অত্যাচার চালানো হয়েছিলো অভিনন্দনের উপর কিন্তু কোন কথা মুখ দিয়ে বের করাতে পারেনি পাক সেনা। অবশেষে তিনি দেশে ফেরেন। তারপর তাঁর শারীরিক নানান পরিক্ষা নিরীক্ষা করারা পর বিভিন্ন ট্রেনিং করার পর আজ সোমবার ককপিটে ফিরলেন অভিনন্দন।ওড়ালেন বিমান সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। এক কথায় দেশ রক্ষার কাজে আবার যোগ দিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
https://twitter.com/Deepak92721224/status/1168457795106045953
Loading...
কোন মন্তব্য নেই