Header Ads

রক্তদান কে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দমদম নাগরিক মঞ্চের।

নজরবন্দি ব্যুরোঃ কথায় আছে মন্দির মসজিদে মানুষ খুঁজে বেড়ায় ধর্ম কিন্তু হাসপাতালে রক্তের প্রয়োজন হলে তখন মানুষ দেখে না কোনটা হিন্দুর রক্ত কোনটা মুসলিমের রক্ত?? রক্ত হিন্দু হোক বা মুসলিম সবাই রক্তের রং লাল আর এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অভিনব প্রচেষ্টা দমদম নাগরিক সমন্বয় মঞ্চের। ৩১ আগস্ট সকালে হয়ে গেল রক্তদান শিবির। সেখানে রক্ত দিলেন ৯৬ জন রক্তদাতা শুধু তাই নয় ৩১ জন মরণোত্তর দেহ ও চক্ষুদানের অঙ্গীকার বদ্ধ হলেন। ৭১ জনের চক্ষু পরীক্ষা এবং তার সাথে সাথে ১৯ জনের বিনামূল্যে ছানি অপারেশন হয়ে গেল। সেইসঙ্গে ক্যান্সার আক্রান্ত ১২ বছরের একটি শিশুর সাহায্যার্থে দাওয়া হল ৫০০০ টাকা।

 উপস্থিত ছিলেন তনময় ভট্টাচার্য, তাপস মজুমদার, জেলা কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, প্রধান পৃষ্ঠপোষক বিজয় ঘোষ এবং নাগরিক মঞ্চের সভাপতি ভাস্কর গাঙ্গুলী। ছিলেন দমদম ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা দাস এছাড়া অনেক বিশিষ্ট অতিথিবর্গ। রক্তদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছাড়াও মরণোত্তর চক্ষুদান যে একজন অন্ধ জনের দৃষ্টির আলো দেখাতে পারে এবং অঙ্গদান এর মধ্য দিয়ে বেঁচে যেতে পারে কত অমূল্য জীবন সেই বার্তাও মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় নাগরিক সমন্বয় মঞ্চের তরফ থেকে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.